বাক্‌ ১১৩ : মাহমুদ নোমান




নিঃস্ব হওয়া নিশ্বাস

পথের ধারে সবুজ দুর্বাঘাস
সুখটাকে উসকে দেয়
প্রজাপতি হয়ে উড়ে
ঘুণে খাওয়া আকাশে।
স্টিলে চিকচিক রোদে
হাঁফাতে হাঁফাতে
হতে চায় তোমার নাকের
ডগার ঘামবিন্দু ;
সারারাত জেগে থাকা
মুসাফিরির ঠোঁট কলমিলতা
দিঘির রোদে জলে,
পৃথিবীর ভুলে যাওয়া দেখছে।


ভেজা কাকের জীবনী

পুকুরের জলে তুমুল নাচন
বেশরম বৃষ্টিদের,
রসিকা কাজলার বুকে
ঠোঁটপোড়া হাঁসের রিমিক্স কাওয়ালি।
মেঘগঞ্জের দিকে চেয়ে থাকাতে
যাদের ছানি রোগ
ডুবসাঁতরে পার হতে চায় সমুদ্র ,
আঙ্গুলের দূরত্বে ঘুম থেকে জাগে
ইলিশমাছের পেটিতে।
অতঃপর ভেজাকাক হয়েযায়
হতে পারে না কারো পড়শি
বেলাও...

                                (চিত্রঋণ : হেমেন্দ্রনাথ মজুমদার)

No comments:

Post a Comment