বাক্‌ ১১৩ : সঞ্জীব চট্টোপাধ্যায়




ভেজাপোস্টারের ছবি


ওই ছেলে, ভিতু রোদ
ওই মেয়ে, মেঘলাটে
হারাবার ভয় নেই এক ঘাটে?


এমন নির্জন দিন
আমি ঠোঁটের কাছে লাল
তোমার স্বজল ধারার দিন
তুমি সবুজ হলে কাল


            পদ্মমুখ করে
অস্থির হল ছোবল
জ্বালা-র ভীষণ সুখ
        গলে যাচ্ছে জল-




মৃদু গুঞ্জন


আগুন লৌকিক, ছন্দময়
ভয়। যদি গ্রাস করে,
প্রতিদিন যুদ্ধ।
নিজের বাঁচার জন্য তাও ঠিক
শিক। গলিয়ে ফেললে অস্ত্র



গর্ভাস্ত ফুল ফোটে,
পাখি চোখ।
অবাক দেশের মাটি
কেউ বীজ ফেলে, কেউ বোনে শোক।


আলো কেবল নিজেদের মধ্যে হেসে ওঠে
অন্ধকার একা একা
ঘুমের মধ্যে নিয়ে যাচ্ছে একটা দরজা
অন্ধকারে সেও এক আলো দেখা।


                                        (চিত্রঋণ : পাবলো পিকাসো)

9 comments:

  1. অন্ধকারে সেও এক আলো দেখা। ভালো লাগল।

    ReplyDelete
  2. 'অন্তমিল' এই স্ক্রু-ডাইভারটি কাজে লাগিয়েও অন্যতর কিছু হতে পারে 'ভেজা পোস্টারের ছবি' এবং 'মৃদু গুঞ্জন' কবিতা দুটি পাঠে বোঝা সম্ভব হল। বেশ লাগল লেখা দুটি।

    ReplyDelete
    Replies
    1. খুব ভাল লাগছে আপনার কমেন্ট পেয়ে।

      Delete
  3. Rising the poem to be continue...

    ReplyDelete
  4. পবিত্র লেখা।।

    ReplyDelete