বাক্‌ ১১৩ : অয়ন কুমার দত্ত




ডেটিং:

বিধাতার
পাশে বসে, আড়চোখে
এসব
কেন করছেন? আমার হাতে হাত
অনুভূতি
ঘরছাড়া আর বিধাতার হাঁচি

তোকে
লেখালেখি মানায়? নিশ্চুপ নিশ্চুপ

উঠোনের
মরাগাছ বৃষ্টিস্নানেও বাঁচবে না
আপনার
কী মত?
ওকে
প্রেম দে, জল ওর ধাতের না

ড্যাবড্যাব
করে তাকাই
কিছু
করতে পারি না কেন!!
তুই
ভুল হাতে লিখিস তাই পারিস না

পরের
জন্মে কী হব??
ডোম
হবি ডোম...
পোড়াতে
পারবো না আমি
আয়নায়
খুঁজলে পারবি

যাচ্ছেন
নাকি!! হ্যাঁ মুখাগ্নি আছে
তাহলে
আমারটা??
হাতে
ধরে থাক
মুক্তি
পাবো না?
আয়নায়
খুঁজতে পারিস

ইচ্ছে
হয় ভোররাতে এককাপড়ে খালি পায়ে
অনন্তকে
কোলে করে বেরিয়ে যাবো...


                                        (চিত্রঋণ : গণেশ পাইন)

No comments:

Post a Comment