বাক্‌ ১১৩ : পিয়ালী বসু




ইম্প্রেসনে আধুনিকতা__ একটি ব্যারিটোন ভয়েস ওভার -


আসুন, একটা বোধের জন্ম দেওয়া যাক
ব্যারিটোন ভয়েসে জুডাস কে বাঁচানোর কথা বলা যাক
অথবা __
নাছোড়বান্দা জলের অস্তিত্ব মুছতে অকালে ওয়াইপার তুলে দেওয়া যাক

জানেন? আজ মেয়েটির জন্মদিন... এমন দিনে আশীর্বাদের বন্যা বইবে। কিন্তু ... এসবের ধারপাশ দিয়ে যাবেন না আপনি, ... তার চেয়ে কল্পনা করুন
জীবনে ভুল সিঁড়ি ভাঙার সেই নড়বড়ে পদক্ষেপটি

কি বললেন, ঘটনাটার শুরু সেবারে? সারা রাত ঠাকুর দেখার অছিলায়?
আচ্ছা আপনার মনে পড়ে?
বাঁ দিকের উরুর মাঝ বরাবর সেই লাল জড়ুলটার কথা?
:
হ্যাঁ _ ঠিক ধরেছেন
একসময় ওই জায়গাটাই ছিল আপনার ইজারা করা প্রিয় জায়গা।

যাক গে যা বলছিলাম, এসব ছেঁদো লজ্জাটজ্জা কলমি শাকে ঢেকে আপাতত মনোনিবেশ করুন, ফেলে আসা ছবিটার দিকে _ রোমান্টিসিজমের ক্লিশে মোহ গ'লে যাবার পর, স্পষ্ট হচ্ছে কি মোমের মাচিস?

হ্যাঁ, মেনেই নিচ্ছি ভুল হয়েছিলো দু তরফেই, আর তাই, দেমাকি আলো ঘিরে এই বেঁচে থাকাটাকে, আজকাল বড়ই অর্থহীন মনে হয়

আসুন, একটু উল্টো ভাবে ভাবি_
উইকএন্ডের বিকেলে চলুন আউটট্রাম ঘাট নয়, বরং কালীঘাটের ঘিঞ্জি গলিতে ঘুরতে ঘুরতে শরীর ছুঁই, অথবা লেকের পাড়ে হাঁটতে হাঁটতে গিটারে বাউল গান ধরি... আসলে আমি বলতে চাইছি, সম্পর্কের ভাবনা জ্বরের চিরাচরিত আর্কিটাইপটা জাস্ট ভেঙে দিন।

অপূর্ণতার সাথে আত্মীয়তা করি এবার, সিজারের জন্ম দিই, অথবা ফিরিয়ে আনি হ্যামলেট কে ... ভীষণ বোরিং পাঠকদের মোসাহেবি স্তুতিকে ফুৎকারে উড়িয়ে দিই, আন্তরিক ইচ্ছেতেই তৈরি করি, এই ঘ্যানঘ্যানে বাস্তব থেকে বেরোনোর এসকেপ রুট

আজ মেয়েটির জন্মদিন
দরজার কলিং বেলটা বাজিয়ে ফেলুন, হ্যাঁ তার মনের রিদম স্কেপকে কব্জা করতে একটা গোলাপের তোড়াই যথেষ্ট...।

আসুন, বেঁচে থাকার ফিকশনাল অ্যাডজাস্টমেন্টে আজ একবার জীবনকে ঢুকিয়ে নিই, সবাইকে দেখিয়ে দিই, যা খবর হয়, তার প্রতিনিয়ত রোজ ঘটে, কিন্তু যা রোজ ঘটে... তাই কিন্তু খবর হয়না। আসুন , আমরা একটা খবর তৈরি করি, খানিকটা নাস্তিকতা, আর খানিকটা হলিউডি স্টাইল মিশিয়ে, আর এই খবরের হেডলাইন হিসেবে লিখে রাখি,... ' একশো বছরের নিঃসঙ্গতা সাক্ষী রেখে... আরও একবার


                                                (চিত্রঋণ : Hemendranath Mazumdar - Study Of Miss Shelly Gupta)

1 comment:

  1. superb superb সেই নিউরোটিক হ্যামারিং

    ReplyDelete