বাক্‌ ১১৩ : নিশীথ দাস




ড্রিলমেশিন

ড্রিলমেশিনের ফুটো দিয়ে অঝোরে বৃষ্টি নামছে
কয়েকদিন থেকে বাড়িঘর উছলিয়ে
হাওরের ফসল তলিয়ে যাচ্ছে,
নৌকাগুলো ভাসছে কার্পমাছের হয়ে
দিদি নকশিকাঁথায় বড় স্লুইসগেট আঁকছে
ঘর থেকে দিদিকে সুঁই-সুতোয় ডাকি,
যদি এসব চালনির ফুটো দুএকটা ফোঁড়ে সেলাই করা যায়!



ড্রেসিংটেবিলের স্ক্রিনে লাইভ শো

আকাশে গুরুগুরু ডাক, কুড়ালে কাঁচাকাঠের বুক নিমিষে চিরে
কাপড়ের একপ্রান্তে আগুনলাগানো বিজলি
ছটফটিয়ে দৌড়ায় অন্যগ্রামের মাথার ওপর শেষমেষ
পাগলাসাপের আঁকাবাঁকা চলার ভঙ্গি পেছনে ফেলে
খোলা ড্রেসিংটেবিলের স্ক্রিনে তাকাতেই, মনে হলো- লাইভ শো হচ্ছে
আকাশ, ডাক, আলো, সাপ...


কাপড় কাচা সংক্রান্ত

আকাশে কে কাপড় কাচো? পিঁড়ির ওপর ধপধপ, ঘুম ভাঙে
একযোগে দু একটি জেলামুখী ড্রেনে
ফেনাগুলো পাখা মেলে বৃষ্টি হলে, উঠোনের ধান ভেজে
টিনের চালের শুকনো মাছ, পাটখড়ি...
সঙ্গে বাবার গোলগলা গেঞ্জির ছুটন্ত হরিণ,

ওই ব্রিজপাড়ের মায়ের আঁচল, দূরবাতাসে উড়ে
রোদ কাচতে কাচতে পোনা ছেড়ে গেল আমাদের দিকে

                                                (চিত্রঋণ : Llaguno Ramos)

No comments:

Post a Comment